You Are Here: Home» » ডুমুরিয়া উপজেলা বিএনপির কালো দিবস পালিত

জাহিদুর রহমান বিপ্লব::ডুমুরিয়া::খুলনা:: ১৮ দলীয় জোটের কালো দিবস কর্মসূচি পালনের লক্ষ্যে গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বাজারে কালো পতাকা মিছিল বের হয়। মিছিল শেষে জাকারিয়া সুপার মার্কেট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন উপজেলা বি এনপির সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ আতিয়ার রহমান, গাজী আ: হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, আবুল কাশেম মোল্যা, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিন, মোল্যা কবির হোসেন, আশিকুর রহমান, হেমায়েত রশিদ খান, শেখ ফরিদুল ইসলাম,  রফিকুল ইসলাম, খান আবুল কালাম আজাদ, আব্দুস ছালাম আল আজাদ, শাহিনুর রহমান, কোবাদ শেখ, খান মোস্তফা মেম্বর, আজিজ মেম্বর, আব্দুস ছাত্তার সরদার, হাদিউজ্জামান মুক্ত, শহীদ খান, তাজনুর রহমান তাজ, পারভেজ গাজী, সোহাগ গোলদার প্রমুখ নেতৃবৃন্দ। 
Tags:

0 মন্তব্য(গুলি)

Leave a Reply