কাজী রফিকুল হাসান ২৩ জানুয়ারী জামালপুর জেলা প্রতিনিধি ॥ শিা জাতির মেরুদন্ড। সংবিধানে উল্লেখ আছে সবার জন্য শিা বাধ্যতামূলক। শিা চলে গেছে ধনী শ্রেণীর মানুষের কাছে। তারাই শিা গ্রহণ করতে পারছে। সারা দেশের মতো জামালপুরের পথ শিশুরা শিার আলো থেকে বঞ্চিত।এসব শিশুদের সখ শিা গ্রহণ করে মামুষের মতো মানুষ হওয়া। তাদের স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে কিনা সন্দেহ রয়েছে। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ পথ শিশুদের শিার জন্য বিভিন্ন পাড়া মহলায় পথকলি স্কুল স্থাপন করেন। সে সময় পথ শিশুরা শিার সুযোগ পেয়েছিল। এরশাদ সরকারের পতনের পর পরবর্তী সরকার প্রধানগণ পথকলি স্কুল বন্ধ করে দেন। এতে বেকার হয়ে পড়ে শিক শিকিারা। আর পথ শিশুরা শিার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে। শিশুরা শিার আলো থেকে বঞ্চিত হয়ে পথভ্রষ্ট হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। অথচ বর্তমান সরকার শিার েেত্র যে বাজেট দেন তা সবচেয়ে বেশি। এ বাজেটে পথ শিশুদের সাথে কথা বললে তারা বলেন, আমরা শিা গ্রহন করতে চাই। তাদের জন্য কি সরকারের কিছু করার নেই।

0 মন্তব্য(গুলি)